• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস: আতঙ্কে ঢাকা ছাড়ছেন ৩২৫ জাপানি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ এপ্রিল ২০২০, ২০:৫৫
করোনাভাইরাস, আতঙ্ক, ঢাকা ছাড়ছেন, জাপানি
বাংলাদেশ বিমান। ফাইল ছবি

কোভিড-19 বা করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশে অবস্থানরত জাপানের ৩২৫ জন নাগরিক ঢাকা ছাড়ছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে জাপানের উদ্দেশে রওয়ানা দেবেন তারা।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন আজ বুধবার সামাজিক গণমাধ্যমে সংবাদিকদের জানান, জাপানি নাগরিকদের বহনকারী বোয়িং-৭৭৭ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামীকাল সকাল ১০টায় জাপানের নারিতা বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। জাপান দূতাবাসের মাধ্যমে তাদের দেশে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি করোনাভাইরাসের কারণে ঢাকা থেকে ৪টি পৃথক বিশেষ ফ্লাইটে মার্কিন, মালয়েশিয়া ও ভুটানের কয়েক'শ নাগরিক নিজ দেশে ফিরেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ২৬৯ মার্কিন নাগরিক। সেই ফ্লাইটে তাদের পোষা ৯টি কুকুরও ছিল। গত বুধবার রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক ঢাকা বিমানবন্দর ত্যাগ করেন। গত বৃহস্পতিবার সকালে দ্রুক এয়ারের দুটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ভুটানের ১৩৯ জন নাগরিক।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালে ভেসে ‘টর্পেডো’সদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক 
মেয়েকে নিয়ে দেশত্যাগ, জাপানি মায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি আজ
চাঁদপুরে লঞ্চে আগুন, আতঙ্কে নদীতে ঝাঁপ যাত্রীদের 
রুমা ও বিলাইছড়ি সীমান্তে তুমুল গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী
X
Fresh