• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ঈদের মতো ভিড় বাস-ট্রেন স্টেশনে (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মার্চ ২০২০, ১০:১৭
কমলাপুর রেলওয়ে স্টেশন
কমলাপুর রেলওয়ে স্টেশন

সরকারের টানা ১০ দিন সাধারণ ছুটি ঘোষণার পর এখন ঢাকা ছাড়ার হিড়িক পড়েছে রাজধানীবাসীর মাঝে। কমলাপুর রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঈদে বাড়ি ফেরার মতো মানুষের ছোটাছুটি শুরু হয়েছে।

টিকিট সংগ্রহ করতে শত শত মানুষ হুমরি খেয়ে পড়ছে। এতে সামাজিক দূরত্ব বজায় রাখতে যে ছুটি ঘোষণা করা হয়েছে তাতে হিতে বিপরীত হওয়ার আশংকা দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা দেখা গেছে, করোনা আতঙ্কে গণপরিবহন শূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট। সাধারণ ছুটি পেয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন এবং বাস টার্মিনালের দিকে মানুষ ছুটছেন। সবার গন্তব্য গ্রামের বাড়ি। এক্ষেত্রে ভিড় আর গণপরিবহনের ঠাসা অবস্থা থেকে করোনা পরিস্থিতি আরও অবনতির আশংকা করছেন অনেকে।

গত রাতে বাস কাউন্টার, রেল স্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের বেশ চাপ দেখা গেছে। ট্রেনে গাদাগাদি করে উঠছে মানুষ। ট্রেনের টিকিট ক্রয় থেকে শুরু করে গ্রামে ফেরা পর্যন্ত অনেক লোকের সংস্পর্শে আসতে হচ্ছে যাত্রীদের। যা করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh