• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

অনেকেই হোম কোয়ারেন্টাইন ঠিকভাবে মানছেন না: আইইডিসিআর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ মার্চ ২০২০, ১২:১৯
মিরজাদী সেব্রিনা ফ্লোরা
আইইডিসিআরের পরিচালক মিরজাদী সেব্রিনা ফ্লোরা

বিদেশ থেকে ফেরত আসা অনেকেই হোম কোয়ারেন্টাইন ঠিকভাবে মানছেন না। সে কারণে যারাই আসছেন, তাদের হজ্বক্যাম্পের কোয়ারেন্টনাইনে পাঠানো হচ্ছে। বললেন আইইডিসিআরের পরিচালক মিরজাদী সেব্রিনা ফ্লোরা।

রোববার দুপুর বারোটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ডা: ফ্লোরা বলেন, শরীরের করোনার উপস্থিতি নেই, এটি পুরোপুরি নিশ্চিত হবার পরই বাড়িতে পাঠানো হচ্ছে।

তিনি বলেন, বাড়িতে সঙ্গরোধ (হোম কোয়ারেন্টাইন) মেনে না চললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে প্রতিবেশী ও গণমাধ্যম কর্মীরা আমাদের সাহায্য করছেন। পরিবার যেন এ বিষয়টি কঠিনভাবে দেখেন। কমপক্ষে ১ মিটার দূরে থাকবেন। বাড়িতে সঙ্গরোধ (হোম কোয়ারেন্টাইন) না মানলে আমদের এখানে এনে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখা হবে।

অনেকে বলছেন বাইরে থেকে এসেছি আমার মধ্য কোনো উপসর্গ নেই। বাইরে থেকে আসলে কোনো লক্ষণ না থাকলেও ১৪ দিনের মধ্যে উপসর্গ দেখা দিতে পারে। কারণ জীবাণু ভিতরে থাকতে পারে বলে জানিয়েছেন পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, আক্রান্ত দেশ বা বিদেশ থেকে যারা আসবে তাদের সবাইকে নজরদারিতে রাখা হবে। প্রশাসন, স্থানীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বারসহ অন্যান্যরা তাদের ওপর নজরদারি রাখবে। তারা কোনো নিয়ম না মানলে তাদের ওপর কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো আপোষ করা হবে না।


এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh