logo
  • ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০, ২০ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৫৩ হাজার ১৯৫ জন।গত ২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যু ৯৫০, মোট ১০ হাজার, নতুন আক্রান্ত ৮ হাজারের বেশি: বৃহস্পতিবার জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতে আক্রান্ত ২ হাজার ছুঁই ছুঁই, একদিনে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১, মোট মৃত্যু: এনডিটিভি। বিশ্বজুড়ে একদিনে এক লাখের বেশি আক্রান্ত, ৬ হাজার মৃত্যু, এই মৃত্যুর অর্ধেকের বেশিই স্পেন, ইতালি ও যুক্তরাষ্ট্রে: বিবিসি। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে দুজন ব্যক্তি আক্রান্ত হয়েছেন: আইইডিসিআর। যুক্তরাজ্যে ১ দিনে শুধু বুধবার ৫৬২ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ৪৩২৪, মোট মৃতের সংখ্যা ২৩৫২, মোট আক্রান্ত ২৯৪৭৪ জন: এএফপি। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখল আমেরিকা- ৮৬৫ জন, মোট মৃত্যু ৩ হাজার ৮৭৩, আক্রান্তের পরিসংখ্যানেও প্রথম স্থানে আমেরিকা- এক লাখ ৭৫ হাজার: ডয়েচে ভেলে। ইউরোপে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে, শুধু স্পেন ও ইতালিতেই মৃত্যু ২০ হাজারের বেশি, ইতালিতে ১২৪২৮, যুক্তরাজ্যে ১৭শ ছাড়িয়েছে: বিবিসি।

সিঙ্গাপুরে করোনা আক্রান্ত এক বাংলাদেশি সুস্থ : আইইডিসিআর (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৮ | আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৩
সিঙ্গাপুরে করোনা আক্রান্ত এক বাংলাদেশি সুস্থ, আরেকজনের অবস্থার উন্নতি: আইইডিসিআর
মীরজাদী সেবরিনা ফ্লোরা
সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৫ বাংলাদেশির মধ্যে একজন সুস্থ হয়ে ফিরে গেছেন। এছাড়া আশঙ্কাজনক একজনের অবস্থারও উন্নতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর। 

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মহাখালীতে নিয়মিত ব্রিফিং এ আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেবরিনা ফ্লোরা এসব কথা জানান। 

মীরজাদী সেবরিনা ফ্লোরা বলেন, উহান থেকে দিল্লীতে আনা ২৩ বাংলাদেশি শিক্ষার্থীকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। ভারতে বাংলাদেশের দূতাবাস এ বিষয়টি দেখছে। এছাড়া  ইতালিতে এখন পর্যন্ত কোনও বাংলাদেশি কোভিড-নাইনটিনে আক্রান্ত হননি বলেও জানায় সংস্থাটি। 

তিনি বলেন, সাত ধরণের করোনাভাইরাস রয়েছে। এরমধ্যে নোবেল করোনাভাইরাস না হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। 
গুজবে কান দিয়ে আতঙ্কিত হবে না, যেকোনো তথ্য জানতে আইইডিসিআর এর হটলাইনে ফোন দিন। পরিস্থিতি বিবেচনা করে উহান থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হচ্ছে।

এসএস

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৬ ২৬
বিশ্ব ১০১১৪৯০ ২১০১৮৬ ৫২৮৬৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়