logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪ ফাল্গুন ১৪২৬

সুদানের চিড়িয়াখানায় খাবারের অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ৫ সিংহ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২১ জানুয়ারি ২০২০, ২২:২৮ | আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২৩:২১
সুদান, আফ্রিকা
সংগৃহীত
সুদানের রাজধানী খার্তুমের আল-কুরেশি উদ্যানের চিড়িয়াখানায় পর্যাপ্ত খাবারের অভাবে রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পাঁচটি আফ্রিকান সিংহ।

চরম অপুষ্টির শিকার এসব সিংহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়ার পরপরই ভাইরাল হয়ে যায়। খবর ভারতীয় গণমাধ্যম জিনিউজের।

ছবিগুলো পোস্ট করেন ওসমান সালিহ নামের এক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী। এগুলো পোস্ট হওয়া মাত্রই শুরু হয় সমালোচনার ঝড়।

এসব সিংহের জন্য সাহায্যের আবেদন করেন তিনি। তার এই পোস্ট ভাইরাল হলে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। সাহায্যের হাত বাড়িয়ে দেন অনেকেই।

ওসমান পরে আরেকটি পোস্টে জানান, চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও বনদপ্তর বৈঠক করেছে। সিংহগুলোর জন্য পর্যাপ্ত খাবার ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা হয়েছে।

তবে সিংহগুলোর শারীরিক অবস্থা ইতোমধ্যে আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে গেছে এবং এগুলোকে বাঁচানো কঠিন বলে জানিয়েছেন পশু চিকিৎসকরা।

সরকারকে দায়ী করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকদিন থেকেই পর্যাপ্ত খাবার নেই। তারা এতদিন খাবার কিনে সিংহগুলোকে খাইয়েছেন।

কে/এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়