• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ডিসেম্বর ২০১৯, ২০:১৭

শেষ পর্যন্ত কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে দাম কমেছে ৪০ থেকে ৯০ টাকা পর্যন্ত। গত সপ্তাহে যে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে আড়াইশো টাকা কেজি দরে তা আজ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এদিকে, বাজারে ৫০ টাকার নিচে চলে এসেছে সব ধরনের মৌসুমি সবজি। ইলিশের দামও কমেছে কেজিতে ৩০০ টাকা।

ভারত রপ্তানি বন্ধ করলে, দেশের বাজারে ইতিহাস সৃষ্টি করে পেঁয়াজের দর। ৩০ টাকার পেঁয়াজের দাম ওঠে প্রায় ৩০০ টাকা। তবে, অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানির সাথে বাজারে উঠতে শুরু করেছে দেশীয় মুড়িকাটা পেঁয়াজ। আর এতেই নিম্নমুখী পেঁয়াজের ঝাঁঝ।

সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দর কমেছে ৫০, মিয়ানমারের ৯০, পাকিস্তান, মিশর ও চীনের পেঁয়াজের দরও কমেছে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত।

বাজারে সরবরাহ বাড়ছে শীতের মৌসুমি সবজি। দামও কমেছে বেশখানিকটা। এদিকে, দাম স্বাভাবিক রয়েছে প্রায় সব ধরনের মাছের। তবে ৩০০ টাকা কমেছে ইলিশের।

কমতে শুরু করেছে চালের দামও। নতুন চালের দাম কমেছে দুই টাকা করে। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশ টাকা, খাসির মাংস ৮০০ ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারও বাড়ল বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম
বাড়ল ডিজেল, পেট্রল ও অকটেনের দাম
দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম
২৪ ঘণ্টার ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম
X
Fresh