• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সুপ্রিম কোর্টের বারান্দায় আইনজীবীদের মুখোমুখি মিছিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৯, ১২:১৫
সুপ্রিম কোর্টের বারান্দায় আইনজীবীদের মুখোমুখি মিছিল
সুপ্রিম কোর্টের বারান্দায় আইনজীবীদের মুখোমুখি মিছিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি ঘিরে আদালত চত্বরে মুখোমুখি মিছিল করেছেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা। এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ের সামনের অংশে তাদের মিছিল করতেও দেখা গেছে।

মিছিলে বিএনপিপন্থী আইনজীবীরা ‘বিচারের নামে টালবাহানা চলবে না’, ‘খালেদা জিয়ার মুক্তি দিতে হবে’ বলে স্লোগান দিতে দেখা যায়।

অন্যদিকে আওয়ামীপন্থীরা ‘বিশৃঙ্খলা চলবে না’, ‘বহিরাগতদের আদালতে ঢুকতে দেয়া হবে না’ বলে স্লোগান দিতে দেখা যায়।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আপিল বিভাগের কার্যতালিকায় ১২ নম্বরে ছিল খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি। পরে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের দেয়া প্রতিবেদনের বিষয়ে সকাল ১০টা ২০ মিনিটে শুনানি শুরু হয়েছে।

এর আগে সকাল থেকেই কড়াকড়ি ছিল সুপ্রিম কোর্ট চত্বরে। আইনজীবীদের প্রবেশও সীমিত করে দেয়া হয়। আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি।

এছাড়া এ মামলার শুনানিতে এজলাসে আইনজীবীর উপস্থিতি সীমিত করেন প্রধান বিচারপতি। শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের ৩০ জন করে আইনজীবী উপস্থিত থাকতে পারবেন।

আরো পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
কায়সার কামালকে ‘কুলাঙ্গার’ বললেন ব্যারিস্টার খোকন
ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি
দীর্ঘ ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলল আজ
X
Fresh