• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিকেল চারটা থেকে শাহ আমানত বিমানবন্দর বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০৯ নভেম্বর ২০১৯, ১৪:৪২
শাহ আমানত বিমানবন্দর
শাহ আমানত বিমানবন্দর

ঘুর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে রোববার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ

ঘুর্ণিঝড় ‘বুলবুল’ এর জন্য শনিবার (৯ নভেম্বর) বিকেল ৪টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারপোর্ট ম্যানেজার সরওয়ার-ই-জামান এ তথ্য জানিয়েছেন।

সরওয়ার-ই-জামান বলেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বিকাল ৩টার পর চট্টগ্রাম বন্দর অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তাই বিকাল ৪টা থেকে আমরা ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল সকাল ৬টা পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে। পরিস্থিতি বুঝে এটি আরও বাড়তেও পারে। বর্তমানে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, আমরা সদর দপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সংকেতগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। দুর্যোগ মোকাবেলায় প্ল্যান অনুযায়ী আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। ঘুর্ণিঝড় মোকাবেলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার সোনা জব্দ
শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণের বড় চালান জব্দ
X
Fresh