বিসিবি সভাপতি পাপনের ক্যাসিনো খেলার ভিডিও ভাইরাল! (ভিডিও)
এবার ক্যাসিনোকাণ্ডে নাম আসলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের। বিদেশে কোনো একটি ক্লাবে তিনি ক্যাসিনো খেলছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি কয়েক বছর আগের বলেই মনে করা হচ্ছে।
ভিডিওতে দেখা যায় জাঁকজমকপূর্ণ এক ক্যাসিনোতে বসে জুয়া খেলছেন নাজমুল হাসান পাপন। অনেকেই ধারণা করছে এটি সিঙ্গাপুরের সবচেয়ে চাকচিক্যময় ও জাঁকজমকপূর্ণ ক্যাসিনো মেরিনা বে।
অনেকে পাপনের এই ক্যাসিনো খেলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বন্ধু মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভুঁইয়ার প্রসঙ্গ টানছেন। ক্যাসিনো বাণিজ্যে জড়িত থাকা ও বাসায় অনুমোদনহীন বিদেশি মদ রাখার অপরাধে গত ২৫ সেপ্টেম্বর লোকমান হোসেন ভুঁইয়াকে গ্রেপ্তার করে র্যাব।
এমকে