• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

বিআরটিএর কাছে ব্যক্তিগত গাড়ির তালিকা চেয়েছে দুদক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৭
বিআরটিএ ব্যক্তিগত গাড়ি দুদক

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গত পাঁচ বছরে কী পরিমাণ ব্যক্তিগত বিলাসবহুল গাড়ির নিবন্ধন দিয়েছে তার তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৫ সেপ্টেম্বর) পাঠানো এক চিঠিতে জরুরি ভিত্তিতে ওই তথ্য দিতে বলা হয়েছে।

চিঠি পাঠানোর বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করে দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ‘বিআরটিএ’র কাছে দুই হাজার ৫০০ সিসি বা তার বেশি অশ্বশক্তিসম্পন্ন ব্যক্তিমালিকানাধীন প্রাইভেটকার বা জিপগাড়ির তালিকা চাওয়া হয়েছে।’

দুদক সূত্রে জানা গেছে, দুদকের বিশেষ তদন্ত অণুবিভাগের মহাপরিচালক আ ন ম আল ফিরোজের সই করা পাঠানো চিঠিতে বিআরটিএ চেয়ারম্যানের কাছে গত পাঁচ বছরে বিআরটিএ’তে নিবন্ধন করা গাড়ির তালিকা চাওয়া হয়েছে। চিঠিতে গাড়ির বিবরণ যেমন- ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর, মডেল, গাড়ির প্রকৃতি, রেজিস্ট্রেশন নম্বর ও তারিখ, আমদানির সন, গাড়ির দাম, ভ্যাটসহ অন্যান্য ট্যাক্স এবং গাড়ির মালিকের নাম ও ঠিকানা চাওয়া হয়েছে।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমেক হাসপাতালে দুদকের অভিযান, গ্রেপ্তার ১
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধে নির্দেশনায় যা রয়েছে
দুবাইয়ে বাংলাদেশিদের ৪৪১৫ কোটি টাকার সম্পত্তি, যা জানাল দুদক
পাপুলের শ্যালিকা ও কর কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
X
Fresh