• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ডেঙ্গু জ্বরে আরও একজনের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৮
ডেঙ্গু জ্বরে আরও একজনের মৃত্যু
ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্রাবন্তী (৫) নামে এক শিশু মারা গেছে।

আজ বৃহস্পতিবার বিকাল ৩টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস সাংবাদিকদের জানান, যশোরের বাঘারপাড়া উপজেলার রামচন্দ্রপুরের মো. সোহাগের মেয়ে শ্রাবন্তীকে ৩১ আগস্ট সন্ধ্যায় তাদের হাসপাতালে আনা হয়। সে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিল।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৭৮৮ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৩১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৩৭১ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৭২৯ জন এবং অন্যান্য বিভাগে ১ হাজার ৬৪২ জন চিকিৎসা নিচ্ছেন।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত (০৫ সেপ্টেম্বর) ৭৪ হাজার ৩৫৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন এবং তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৭০ হাজার ৭৯০ জন।

সরকারি হিসাবে এখন পর্যন্ত ৫৭ জন মৃত্যু ডেঙ্গু জ্বরে মারা গেছেন বলে জানানো হয়েছে। তবে বেসরকারি অনুমানে এ সংখ্যা আরও অনেক বেশি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন
ধ্রুব এষ আইসিইউতে
শিশু মারা যাওয়ায় চিকিৎসককে আইসিইউতে পাঠালেন স্বজনরা
X
Fresh