• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিল আল্লাহর দলের সদস্যরা: র‌্যাব (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ আগস্ট ২০১৯, ১৬:২৯

রাজধানীতে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ বা 'আল্লাহর সরকার' এর চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব ১-এর একটি দল আভিযান চালিয়ে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা জঙ্গিরা হলেন সিরাজুল ইসলাম সেহেরুল মৃধা (৩৮), মনিরুজ্জামান মনির (৪০), এসএম হাফিজুর রহমান সাগর (৪৫) ও মোঃ শফিউল মোযনাবীন তুরিন (২৭)।

আজ বুধবার দুপুরে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান, র‌্যাব ১-এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার বিন কাসেম।

এ সময় অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ডিসি ইব্রাহিমের ব্যাপারে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
---------------------------------------------------------------

গ্রেপ্তারকৃত জঙ্গিদের থেকে তিনটি পেনড্রাইভ, ১২টি মোবাইল ফোন, সংগঠনের লিফলেট, দাওয়াতপত্র ও আয়-ব্যয়ের হিসাব সম্বলীত টালি খাতা উদ্ধার করেছে র‌্যাব।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, সংগঠনটি গণতন্ত্র ও বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী নয়। তাদের মূল লক্ষ্য অনুকূল পরিবেশে দেশের মধ্যে ব্যাপক নাশকতায় লিপ্ত হয়ে গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা।

এর আগে গত ১৮ আগস্ট রাজধানীর হাতিরঝিল এলাকা হতে আল্লাহর দল এর সংগঠনের ভারপ্রাপ্ত আমিরসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh