• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ডিসি ইব্রাহিমের ব্যাপারে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ আগস্ট ২০১৯, ১৫:২৭
আসাদুজ্জামান খাঁন কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ।। ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের উপকমিশনার (ডিসি) মো. ইব্রাহিম খানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তার ব্যাপারে তদন্ত চলছে।

আজ বুধবার (২৮ আগস্ট) কারওয়ান বাজার ওয়াসা কর্তৃক আয়োজিত ১৫ আগস্ট শোক দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নে জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে তাকে (ডিসি ইব্রাহিম) সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাঁকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।

এর আগে রোববার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেয়া হয়।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, আজাহারুল ইসলাম খান নামের এক ব্যক্তি পুলিশ সদর দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে পুলিশ সদর দফতর।

---------------------------------------------------------------
আরো পড়ুন: বন্ধুর সঙ্গে দাওয়াত খেতে গিয়ে গণধর্ষণের শিকার নারী
---------------------------------------------------------------

জানা যায়, এক শহীদ বুদ্ধিজীবী পরিবারের বাড়ি ভাঙা, জমি দখলে সহযোগিতা, দায়িত্বে অবহেলা ও মিথ্যা তথ্য এবং ঘুষ নেয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনার কারণগুলো সরকারের চোখে ধরা পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সড়ক দুর্ঘটনায় আমার সব আশা থেমে গিয়েছিল: স্বরাষ্ট্রমন্ত্রী
‘দেশেও করা হবে উন্মুক্ত কারাগার’
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ডিপজল-মিশা
X
Fresh