logo
  • ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯, ১ অগ্রহায়ণ ১৪২৬

ডিএনসিসিতে ডেঙ্গু বিরোধী চিরুনি অভিযান শুরু হচ্ছে আজ

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৯ আগস্ট ২০১৯, ১৩:১১ | আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৩:৩৪
ডিএনসিসিতে ডেঙ্গু বিরোধী চিরুনি অভিযান শুরু হচ্ছে আজ
ফাইল ছবি
ডেঙ্গুর জীবানুবাহক এডিস মশা নিধনে চিরুনি অভিযান শুরু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ মঙ্গলবার ঢাকা উত্তরের ১৯ নম্বর ওয়ার্ড দিয়ে অভিযানটি শুরু হবে বলে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

তিনি বলেন, একজন পরিচ্ছন্নতাকর্মীর নেতৃত্বে ১০ জন মশক নিধন অভিযান পরিচালনা করবেন। প্রতিটি ওয়ার্ডকে ১০ ভাগে ভাগ করে একদিনে একটা ওয়ার্ডে অভিযান হবে। একজন কর্মকর্তা তা তদাকরি করবেন। ১০ দিনব্যাপী এই কর্মসূচিতে বাড়ি বাড়ি গিয়ে মশার প্রজননস্থল ধ্বংস করা, পরিচ্ছন্নতা এবং এলাকার মানুষকে সচেতন করার কাজ করবে ডিএনসিসি।

এ এস এম মামুন বলেন, অভিযানের সময় প্রত্যেকটি বাড়িতে ডিএনসিসির কর্মীরা যাবেন। এডিস মশার লার্ভা আছে কি না তা পরীক্ষা করবেন। এডিসের লার্ভা থাকলে তারা ব্যবস্থা নেবেন। যে বাড়িতে এডিসের লার্ভা পাওয়া যাবে, সেখানে স্টিকার লাগিয়ে দেওয়া হবে। সপ্তাহখানেক পর আবারও সে বাড়িতে গিয়ে পরিস্থিতি দেখা হবে।

উদ্বোধনী দিনের পর থেকে প্রথমে ডিএনসিসির পুরনো ৩৬টি ওয়ার্ডে এই কার্যক্রম চলবে। পরে নতুন ১৮টি ওয়ার্ডে অভিযান চলবে বলে জনসংযোগ কর্মকর্তা।

আরও পড়ুন 

এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়