• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

কুরবানি পশুর চামড়ার দাম নির্ধারণ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ আগস্ট ২০১৯, ১৮:০০
কুরবানি পশুর চামড়ার দাম নির্ধারণ

ঈদুল আজহা উপলক্ষে কুরবানি পশুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে।

ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৫-৫০ টাকা। ঢাকার বাইরে ৩৫-৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খাসির চামড়া ১৮-২০ টাকা, বকরির ১৩-১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে চামড়া ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, কুরবানির চামড়া বেচার টাকা কেউ পকেটে করে নিয়ে যায় না। এটা বিভিন্ন মসজিদ-মাদরাসায় দেয়া হয়। আমরা চাই চামড়ার দাম বাড়ুক। তবে মান বাড়াতে হবে। সব কিছু বিবেচনা করেই গতবারের দামই নির্ধারণ করা হয়েছে।

-------------------------------------------------------------------------
আরো পড়ুন: ঈদকে সামনে রেখে চলছে লক্কর-ঝক্কর বাস মেরামত
-------------------------------------------------------------------------

তিনি জানান, প্রতি বর্গফুট গরুর চামড়া ঢাকায় ৪৫ থেকে ৫০ টাকা। ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকায় কেনা হয়। এছাড়া সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১৩ থেকে ১৫ টাকায় সংগ্রহ করতে বলা হয়েছে।

আগামী ১২ অগাস্ট সারাদেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh