logo
  • ঢাকা মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১, ৫ মাঘ ১৪২৭

ডেঙ্গু প্রতিরোধে আরটিভি ও ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর মানববন্ধন (ভিডিও)

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে ‘জমা পানির ক্ষমা নাই’ শ্লোগানে আরটিভি ও ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘ঘর পরিষ্কার হলে দেশ পরিষ্কার হবে, ডেঙ্গু থেকে মুক্তি পাবে’- শ্লোগানে রাজধানীর কারওয়ানবাজারে সার্ক ফোয়ারার সামনে কর্মসূচিটি পালিত হয়। মানববন্ধন থেকে নিজ আঙ্গিনা ও ঘরকে জমা পানিমুক্ত করতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা।

রাজধানী ঢাকাসহ দেশজুড়েই ডেঙ্গু জ্বরের প্রকোপ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত দুই সপ্তাহে বেসরকারি হিসেবে ৫০ জনের বেশি মারা গেছেন। যদিও সরকারি হিসেবে এই সংখ্যা কম। 

মূলত নির্মাণাধীন ভবনের অস্থায়ী চৌবাচ্চা, ফ্রিজ-এসির ট্রে বা গাছের টবে জমা পানি, ডাবের খোসা ও গ্যারেজের টায়ারে জমে থাকা পানিতে, এডিস মশা ডিম পাড়ে। তাই ডেঙ্গুর বাহক এডিস মশা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে, ‘জমা পানি ক্ষমা নাই’ শ্লোগানে মানববন্ধন করে আরটিভি ও ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ ।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : মোট কত মৃত্যু জানি না, সিটি করপোরেশন ভালো কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী
---------------------------------------------------------------------

কর্মসূচিতে অংশ নেয়া সংবাদকর্মীদের হাতে ছিল নানা স্লোগানের ব্যানার ও পোস্টার। 

আয়োজকরা বলেন, নিজেরা সচেতন না হলে সরকার বা নির্দিষ্ট কোনো সংস্থার পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়।

মানববন্ধনে এডিস মশা নিধনে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান অংশগ্রহণকারীরা।

এসএস/সি

RTV Drama
RTVPLUS