• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মোট কত মৃত্যু জানি না, সিটি করপোরেশন ভালো কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ আগস্ট ২০১৯, ১৫:২৭

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডেঙ্গু রোগীদের দেখতে গিয়ে মৃত্যুর সংখ্যা ১৪ বলে জেনেছি। ঢাকার অন্যান্য হাসপাতাল ও ঢাকার বাইরে সর্বোমোট কতজন মারা গেছেন, এ ব্যাপারে এখনও আমি জানি না। আরও ভালোভাবে জেনে পরে জানাবো। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৩ আগস্ট) দুপুরে এভাবেই নিজের অজানার কথা স্বীকার করেন তিনি। এ সময় ডেঙ্গু সংকটে দুই সিটি করপোরেশন ভালো কাজ করছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী ।

জাহিদ মালেক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে বিদেশ থেকে ওষুধ আনা হচ্ছে। ওষুধের কোনও সংকট হবে না। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষার জন্য ইতোমধ্যে দুই লাখ কিট আনা হয়েছে। সুতরাং কোথাও পরীক্ষার সমস্যা হবে না।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ডেঙ্গু প্রতিরোধে আরটিভি ও ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর মানববন্ধন
---------------------------------------------------------------------

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট আছে কিনা- এ বিষয়টি দেখার জন্য গঠিত সেল কাজ করছে। তারা তদারকি করছে।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে। প্যানিকড হওয়ার কিছু নেই। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। ৫০ লাখ ডেঙ্গু শনাক্তের কিট আমদানির নির্দেশ দেয়া হয়েছে। দুই লাখ চলে এসেছে।

জাহিদ মালেক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। স্বাস্থ্যমন্ত্রণালয়ের সবার ঈদের ছুটি বাতিল করেছি। সিটি করপোরেশন ভালো কাজ করছে। মশা কামানো গেলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও কমে যাবে। চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, আমরা সব করছি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh