logo
  • ঢাকা বুধবার, ২১ আগস্ট ২০১৯, ৬ ভাদ্র ১৪২৬

নৌ ধর্মঘট চলছে (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৪ জুলাই ২০১৯, ০৯:২৮ | আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১১:২৭
ভাতা বাড়ানো, শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে নৌযান শ্রমিক ফেডারেশন। 

bestelectronics
এতে বন্ধ রয়েছে ঢাকা-বরিশাল ও ঢাকা-চাঁদপুর রুটের লঞ্চ চলাচল।

বুধবার (২৪ জুলাই) ভোর থেকে চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর-নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন নৌরুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা টার্মিনালে লঞ্চ না পেয়ে দুর্ভোগে পড়েন।

এদিকে, বরিশালেও চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। বুধবার ভোর থেকে বরিশাল নদী বন্দর ত্যাগ করেনি কোনও ধরনের যাত্রী ও পণ্যবাহী নৌযান।

চালক ও শ্রমিকরা জানান, দাবি মেনে নেয়া না হলে অনির্দিষ্টকাল নৌযান ধর্মঘট চলবে। এর ফলে বরিশাল নদী বন্দরে নৌ যাত্রীরা পরেছেন চরম ভোগান্তিতে।

সকাল থেকে বন্ধ রয়েছে সব রুটের নৌযান চলাচল। অনেক নৌযান বরিশাল নদী বন্দর থেকে সরিয়ে নদীর বিভিন্ন স্থানে নোঙ্গর করে রাখা হয়েছে। ফলে বরিশাল থেকে ভোলা-লক্ষীপুর-বরগুনা-মেহেন্দীঞ্জ-হিজলাসহ বিভিন্ন রুটের যাত্রীরা পরেছেন ভোগান্তিতে। নৌ বন্দরে এসে বিকল্প পথ না থাকায় অনেক যাত্রী ফিরে যান। 

নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুইয়া জানান, ২০১৫ সালে শ্রমিকদের ১৫ দফা দাবি অমীমাংসিত থাকায় এবং ভাতা বাড়ানো, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধ না হওয়ায় গতরাত থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে এ ধর্মঘট পালন করা হচ্ছে।

এসজে

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়