logo
  • ঢাকা রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯, ১ পৌষ ১৪২৬

উত্তর বাড্ডায় গণপিটুনিতে নারী নিহতের ঘটনায় আটক ৩ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২২ জুলাই ২০১৯, ০৮:৫৫ | আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৩:১৯
উত্তর বাড্ডায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে উত্তর বাড্ডার আলী মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জাফর, বাপ্পী ও শাহীন। পুলিশ জানায়  মোবাইল ফোনের ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।

বাড্ডা থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিন যুবককে বাড্ডা থেকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, ২০ জুলাই সকালে ছেলে ধরা সন্দেহে উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু নিহত হন। তার ১১ বছরের এক ছেলে ও চার বছরের এক মেয়ে রয়েছে। পরে এ ঘটনায় ২০ জুলাই রাতে অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে নিহতের বোনের ছেলে নাসির উদ্দিন বাদী একটি হত্যা মামলা করে।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়