• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

স্ত্রীর ডেঙ্গু, ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনজীবীর লিগ্যাল নোটিশ (ভিডিও)

আরটিভি অনলাইন

  ১১ জুলাই ২০১৯, ১৫:৩৩

স্ত্রী ডেঙ্গু আক্রান্তের কারণে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম।

বৃহস্পতিবার (১১ জুলাই) রেজিস্ট্রি ডাকযোগে ডিএসসিসির মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, গেল ২৯ জুন তানজিম আল ইসলামের স্ত্রী সাদিকুন নাহার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একটি হাসপাতালে ভর্তি হন পরে পাঁচদিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হন তিনি। গত বছরের অক্টোবরে আইনজীবী তানজীম নিজেও ডেঙ্গুতে আক্রান্ত হন। যেহেতু এডিস মশা নিধনে দক্ষিণ সিটি করপোরেশন পুরোপুরি ব্যর্থ, তাই এর দায়ভার তাদের নিতে হবে। ক্ষতিপূরণ এর পাশাপাশি আগামী ৩ দিনের মধ্যে খিলগাঁও ১ নম্বর ওয়ার্ড এ মশক নিধনে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়।

অন্যথায় টর্ট আইন অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণসহ অন্যান্য প্রতিকারের জন্য উচ্চ আদালতে দ্বারস্থ হোয়াসহ অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। দক্ষিণ সিটি করপোরেশন এর পক্ষে মেয়র এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা মিললে নির্মাণকাজ বন্ধ : মেয়র তাপস
ঘরে বসেই করা যাবে ডেঙ্গু পরীক্ষা, খরচ ১২০ টাকা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
X
Fresh