• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে পাওয়া যাচ্ছে গাছের ডাক্তার (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জুলাই ২০১৯, ১৩:০৩

গাছ লাগানোর আনন্দটাই আলাদা। তবে শখ তখনই পূরণ হয় যখন চোখ জুড়ানো সৌন্দর্য্যে ভরা ফুল, তরতাজা সবজি বা ফলের দেখা মেলে। তাই অনেকেই ছাদ কিংবা বাড়ির আঙিনায় নিজের পছন্দ অনুযায়ী গাছ লাগান।

গাছে ফুল ধরছে কিন্তু ফল ধরছে না বা আশানুরুপ ফল পাচ্ছেন না? গাছ ও ফল দুটোই রুগ্ন? বোঝার উপায় নেই কি হয়েছে? বাগান পরিচর্যার সময় পাচ্ছেন না? এসব কিছুর সমাধানের জন্য রয়েছেন গাছের চিকিৎসক। শুধু কল করলেই পৌঁছে যাবেন আপনার বাগানে। রাজধানীর আগারগাঁওয়ে ‘গাছের ডাক্তারদের নিয়ে রয়েছে এরকমই একটি সংগঠন ‘গ্রীন সেভার্স’। যারা সবুজায়নে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।

গাছ লাগিয়ে কিভাবে যত্ন নিতে হবে তা অনেকের জানা নেই। সে কারণেই সবুজকে বাঁচানোর স্বপ্ন নিয়ে একদল স্বপ্নবাজ তরুণ গড়ে তুলেছেন সংগঠন।

গ্রীন সেভার্স এর প্রতিষ্ঠাতা আহসান রনি জানান, সংগঠনে রয়েছেন ২৩ জন ডাক্তার। যারা কল সার্ভিস বা চুক্তিভিত্তিতে গাছ সুস্থ রাখতে সব সময় ব্যস্ত থাকেন।

গাছের ডাক্তারের সেবা পেয়ে অনেকেই খুশি। ব্যতিক্রমী এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বাগান মালিকরা পরিবেশ রক্ষায় এমন সেবার পরিধি বাড়ানো উচিত বলে মনে করেন।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত
রাজধানীর বাড্ডায় দীর্ঘ লোডশেডিং, ভোগান্তিতে এলাকাবাসী
তাপদাহের মধ্যে পানি সংকট রাজধানীর বিভিন্ন এলাকায়
রাজধানীতে ৩৫ হাজার রিকশাচালক পাচ্ছেন ছাতা ও খাবার স্যালাইন 
X
Fresh