• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

ঈদে লঞ্চ কেবিনের আগাম টিকিট বুকিং বৃহস্পতিবার থেকে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ মে ২০১৯, ১৪:২৯

ঈদে ঘরমুখো নৌ-যাত্রীদের লঞ্চের কেবিনের আগাম টিকিট বুকিং শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। তবে টিকিট পাওয়া যাবে ১৮ থেকে ২০ রমজান পর্যন্ত।

লঞ্চ মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,২০ রমজানের মধ্যে শেষ হবে কেবিনের অগ্রিম টিকিট বুকিং। আগে আসলে আগে ভিত্তিতে স্টক থাকা সাপেক্ষে এই টিকিট পাওয়া যাবে।

প্রতিবছর ঈদ এলেই টিকিটে কালোবাজারির অভিযোগ আসে। এতে সাধারণ মানুষ টিকিট পায় না। তাদেরকে অনেক কষ্ট করে ঘরে ফিরতে হয়।

নিজাম শিপিং লাইনস ম্যানেজার মোঃ হুমায়ুন কবির এ প্রসঙ্গে বলেন, কেবিনের টিকিট যেন কালোবাজারির হাতে না যায়, সেদিকে আমরা লক্ষ্য রাখছি। আশা করছি, এবার ভালোভাবে মানুষ লঞ্চে বাড়ি ফিরতে পারবে।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর স্টিমারের কেবিন আগামী ১৫ রোজা থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির এক কর্মকর্তা।

তিনি বলেন, এবারও ঈদের এক সপ্তাহ পূর্বে বিআইডব্লিউটিসি’র স্টিমারের সার্ভিস চালু হওয়ার কথা রয়েছে।

এবার ঈদে ঢাকা-বরিশাল রুটে মোট ২৪ থেকে ২৫টি লঞ্চ ও ৫টি স্টিমার চলার কথা রয়েছে।

এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবগঠিত ঈদগাঁও উপজেলার পাঁচ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন 
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
৩০ বছর বয়সে ১৪ নারীর স্বামী সাঈদ
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
X
Fresh