• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাদরাসায় বেড়েছে পাসের হার ও জিপিএ

অনলাইন ডেস্ক
  ০৬ মে ২০১৯, ১৫:৩৮
ফাইল ছবি

এবারের প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এগিয়ে রয়েছে মাদরাসা বোর্ড।

এবছর দাখিল পরীক্ষায় নিয়েছে ৩ লাখ ৬ হাজার ৭৮০ পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২ লাখ ৫৪ হাজার ৭১০ জন। পাসের হার ৮৩.০৩ ভাগ। গেল বছর ছিল ৭০.৮৯ ভাগ। এবার পাসের হার বেড়েছে ১২.১৪ ভাগ।

পাসের হারের পাশাপাশি মাদরাসায় প্রায় দ্বিগুণ বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৮৭ জন। গত বছর এ সংখ্যা ছিল ৩ হাজার ৩৭১ জন। এবার ২ হাজার ৯১৬ জন বেশি জিপিএ-৫ পেয়েছে।

অপরদিকে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৮০ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৯৪ হাজার ৫৫৬ জন।

আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭২.২৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৫১ জন।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

এবার মোট পরীক্ষার্থী ছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। এর মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন। এর মধ্যে ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ছাত্র, পাস করেছে ৮ লাখ ৬৬ হাজার ৯৪১ জন। অপরদিকে ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়, পাস করেছে ৮ লাখ ৮২ হাজার ২২৪ জন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
আগামী বছর এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘণ্টার 
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, লাগবে এসএসসি পাস
গৌরীপুরে ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
X
Fresh