logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯, ৩ শ্রাবণ ১৪২৬

ফুটপাতে মিলল পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২১ এপ্রিল ২০১৯, ১৫:০৪ | আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৫:২২
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ফুটপাত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে বহির্বিভাগে যাওয়ার পথের ফুটপাতে নবজাতকটির মরদেহ দেখতে পান পথচারীরা। পরে তারা পুলিশে খবর দেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসলাম আলী জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেট সংলগ্ন ফুটপাত থেকে পুরাতন ছেঁড়া লুঙ্গি ও পলিথিনে মোড়ানো অবস্থায় একটি মৃত মেয়ে নবজাতক পাওয়া যায়। তার নাভিতে হাসপাতালের ক্লিপ লাগানো ছিল, শিশুটির বয়স সম্ভবত একদিন। তার শরীর ভর্তি ছিল পিঁপড়ায়।

আরসি/এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়