• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেয়রের নেতৃত্বে ফের কেমিক্যাল গুদাম উচ্ছেদ অভিযান শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ মার্চ ২০১৯, ১৫:২৮
ছবি-সংগৃহীত

রাজধানীর বকশি বাজারে ব্যবসায়ী ও স্থানীয়দের বাধার মুখে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে রাসায়নিক গুদাম উচ্ছেদ অভিযান। নেতৃত্ব দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

শনিবার দুপুর আড়াইটার দিকে বকশি বাজারের জয়নাগ রোডে কেমিক্যাল গুদাম উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এর আগে গুদাম ও বাড়ির মালিকদের বাধার কারণে অভিযান স্থগিত করা হয়। পরে মেয়র অভিযান স্থগিতের সংবাদ শুনে সেখানে হাজির হন মেয়র।

এর আগে চকবাজার থানা পুলিশ জানিয়েছে, আজ শনিবার জয়নাগ রোডের একটি আবাসিক ভবনে কেমিক্যালের গুদাম খুঁজে পায় সকালে সিটি করপোরেশনের একটি দল। পরে ভবনটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় গুদাম মালিক ও বাড়ির মালিকরা বাধা দিলে অভিযান স্থগিত করতে বাধ্য হয় টাস্কফোর্স।

এদিকে অভিযান স্থগিতের এ সংবাদ শুনে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন তৎক্ষণাৎ এক সাংবাদিক সম্মেলন করে। তিনি বলেন, একদল অসাধু ব্যবসায়ী অভিযানে বাধা দিয়েছে। আমি দুপুর ২ টায় ঘটনাস্থলে যাবো। আমার সামনে অভিযান চলবে। দেখি কে অভিযানে বাধা দেয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুগদা সড়কে উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে বঙ্গবাজারে  
হাতিয়ায় খালের ওপর নির্মিত ভবন ভেঙ্গে দিলো মেয়র
লোহাগড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
X
Fresh