• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

হাতিয়ায় খালের ওপর নির্মিত ভবন ভেঙ্গে দিলো মেয়র

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ মার্চ ২০২৪, ১৩:১৪
ছবি : আরটিভি

নোয়াখালী হাতিয়া উপজেলা সদরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় খালের ওপর নির্মাণাধীন তিনটি ভবন ভেঙ্গে দেওয়া হয়েছে।

শনিবার (১৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে হাতিয়া পৌরসভার মেয়র কে এম ওবায়েদ উল্যা।

উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সকাল থেকে হাতিয়া পৌরসভার কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের কমিশনার ও উচ্ছেদের কাজে অংশ নেওয়া শ্রমিকরা জড়ো হন। পরে তারা হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রধান সড়কের পাশে খালের ওপর অবৈধ ভাবে নির্মিত তিনটি ভবন সম্পূর্ণ ভেঙ্গে গুড়িয়ে দেন।

হাতিয়া পৌরসভার প্রধান নির্বাহী খালেদুজ্জামান জানান, হাতিয়া সুপার মার্কেটের ব্যবসায়ীরা মার্কেটের পাশে আরও একটি ভবন তৈরি করেন। সেই ভবনের সামনের অংশে খালের ওপর তারা পেছনের মার্কেটের ন্যায় ভবন নির্মাণ করছেন। সরকারী জায়গায় ভবন নির্মাণের কোনো অনুমতি তাদের ছিল না। এজন্য উচ্ছেদ অভিযান করে খালের ওপর নির্মিত নতুন এই স্থাপনা সম্পূর্ণ ভেঙ্গে দেওয়া হয়েছে।

এদিকে উচ্ছেদ অভিযান পরিচালনা কালে ওচখালী-নলচিরা প্রধান সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। উৎসক জনতা রাস্তার পাশে দাড়িয়ে এই দৃশ্য দেখতে খাকেন। প্রায় শতাধিক শ্রমিকের ভবন ভাঙ্গার এই কাজ চলে দুপুর পর্যন্ত।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
‘বিএনপির ভবন খোলাটা সঠিক হয়নি’
ভবনের নকশা অনুমোদনে এসটিপি স্থাপনের শর্ত আরোপের নির্দেশ
‘এসটিপি প্ল্যান্ট ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না’
X
Fresh