• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভোটের পর প্রথম ভারত সফরে সিইসি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জানুয়ারি ২০১৯, ১১:২৩

ভারতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সফরে তিনি দেশটির ‘জাতীয় ভোটার দিবসের’ একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এ তথ্য নিশ্চিত করেছেন ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শাহ আলম।

গেলো ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম বিদেশে সফরে যাচ্ছেন তিনি। তার সঙ্গে স্ত্রী হোসনে আরা হুদাও যাবেন বলে জানা গেছে।

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শাহ আলম জানান, সিইসি নূরুল হুদা আগামী ২৩ জানুয়ারি ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ২৪ ও ২৫ জানুয়ারি ‘জাতীয় ভোটার দিবসের’ অনুষ্ঠানে অংশ নেয়ার পর ২৮ জানুয়ারি তিনি ঢাকায় ফিরবেন। এ সফরে সিইসি হুদার সঙ্গে তার স্ত্রী হোসনে আরা হুদাও থাকবেন।

এতে আরো বলা হয়, সস্ত্রীক সিইসির এ সফরে ভারতে থাকা, খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াতের ব্যয় দেশটির নির্বাচন কমিশন বহন করবে। এছাড়া তার বিমান ভাড়াসহ অন্যান্য ব্যয় বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।

একই অনুষ্ঠানে যোগ দিতে ২৩ জানুয়ারি ভারত সফরে যাবেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান। তিনি ২৬ জানুয়ারি দেশে ফিরবেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহ-কুমিল্লার ভোট শান্তিপূর্ণ হয়েছে : সিইসি
রওশনপন্থীদের কমিটি আমলে নিতে নির্বাচন কমিশনারকে চিঠি
৪০ শতাংশ ভোট পড়েছে : সিইসি
নির্বাচনী মিডিয়া সেন্টার উদ্বোধন
X
Fresh