• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

নতুন সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৯ জানুয়ারি ২০১৯, ১৫:৪৯
ফাইল ছবি

আগামী ৩০ জানুয়ারি নবগঠিত একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। সংবিধান অনুযায়ী, সংসদের ও বছরের প্রথম অধিবেশনে ওই দিন রাষ্ট্রপতি ভাষণ দেবেন।

৩০ জানুয়ারি বিকাল ৩টায় অধিবেশন শুরু হবে বলে সংসদ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে।

প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ শেষে ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব জানাতে সাধারণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

রীতি অনুযায়ী কোনো কোনো ক্ষেত্রে চলতি সংসদের কোনো সংসদ সদস্য মারা গেলে অধিবেশন শুরুর পরই মুলতবি করা হয়। ফলে অধিবেশন শুরুর পর মৃত সংসদ সদস্যকে নিয়ে আলোচনার পর সংসদের বৈঠক কিছুক্ষণ মুলতবি রাখার পর রাষ্ট্রপতি ভাষণ দেবেন।

সংসদের শীতকালীন এ অধিবেশন কতদিন চলবে তা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সম্পদ অর্জনে এমপিদের চেয়ে চেয়ারম্যানরা এগিয়ে
‘সচিব’ পদের পরিবর্তে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’, সংসদে বিল উত্থাপন
সংসদে ঢুকতে বাধা দেওয়ায় লতিফ সিদ্দিকীর ক্ষোভ
শনিবার বসছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড
X
Fresh