• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ অক্টোবর ২০১৮, ১২:১১

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি।

আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মোঃ জাকির হোসেন।

আপিল বিভাগের নতুন তিন বিচারপতি হলেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দীকী ও বিচারপতি নূরুজ্জামান ননী। এর আগে তারা হাইকোর্ট বিভাগের বিচারপতি ছিলেন।

সোমবার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ হাইকোর্ট বিভাগ থেকে তাদেরকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দেন।

নিয়োগ দেয়ার পর সোমবারই প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

পরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মোঃ জাকির হোসেন নতুন বিচারপতিদের শপথের আয়োজন করেন।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চারজন বিচারপতি রয়েছেন। অন্যরা হলেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

উল্লেখ্য, নতুন তিন বিচারপতি এ নিয়ে আপিল বিভাগে এখন বিচারপতির সংখ্যা হলো সাতজন।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পাচ্ছেন ৩ বিচারপতি
‘অনির্দিষ্টকালের আগাম জামিন দেওয়া উচিত নয়’
সুপ্রিম কোর্ট ভবনের ছাদ চুয়ে পানি, বিচারকাজে বিঘ্ন
X
Fresh