ভুয়া পরিচয়ে টাকা হাতিয়ে নিচ্ছে এক চক্র, দুদককে জানান
আরটিভি অনলাইন রিপোর্ট
| ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৭ | আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০১

আরও পড়ুন : ২০১৯ সালে আলিবাবা ছেড়ে দিচ্ছেন জ্যাক মা
------------------------------------------------------- এ অবস্থায় কেউ এমন ঘটনার শিকার হলে তাকে তাৎক্ষণিক অভিযোগ করতে বলেছে দুদক। কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক আজ সোমবার আরটিভি অনলাইনকে বলেন, দুর্নীতি দমন কমিশন নিজস্ব গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রাপ্ত তথ্যে এ ধরনের অভিযোগ জানতে পেরেছে। ”দুর্নীতি দমন কমিশন একটি সংবিধিবদ্ধ সংস্থা। এই সংস্থায় কোনও ব্যক্তির একক অভিপ্রায় অনুসারে অভিযোগ হতে অব্যাহতি পাওয়ার অথবা অভিযুক্ত হওয়ার কোনও আইনি সুযোগ নেই। কমিশন অনুসন্ধান বা তদন্ত সংক্রান্ত সব ধরনের যোগাযোগ টেলিফোন বা মোবাইল ফোনে নিষিদ্ধ করেছে।” কমিশনের এ সংক্রান্ত সব যোগাযোগ কেবল লিখিত পত্রের মাধ্যমেই করা হয়। টেলিফোন বা মোবাইল ফোনে অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগের কোনও প্রশাসনিক এবং আইনি সুযোগ নেই। দুদক এরূপ প্রতারকদের অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছে। এ জাতীয় প্রতারকদের আইনের আওতায় আনার লক্ষ্যে এদের বিরুদ্ধে নিকটস্থ থানা অথবা র্যাব কার্যালয় অথবা দুদকের পরিচালক (মনিটরিং) টেলিফোন- ৯৩৫২৫৫২ এবং মোবাইল নং-০১৭১১৬৪৪৬৭৫ এর সাথে যোগাযোগ করার পরামর্শ দেয়া হচ্ছে। আরও পড়ুন : এসআর