• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শিক্ষার্থীদের আন্দোলনে ফেসবুকে উসকানির অভিযোগে ২ জন গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ আগস্ট ২০১৮, ১৭:১৮

ফেসবুকে বিভিন্ন উসকানিমূলক লেখা, ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে সিআইডির অর্গানাইজড ক্রাইম টিম (সাইবার ক্রাইম ইউনিট)।

গ্রেপ্তারকৃতরা হলেন- আহমাদ হোসাইন (১৯) ও নাজমুস সাকিব (২৪)।

আহমাদ হোসাইন নোয়াখালীর কবিরহাট থানার পূর্ব রামচি গ্রামের আতাউর রহমানের ছেলে।

নাজমুস সাকিব জহির উদ্দিন বাবরের ছেলে। তার বাসা ঢাকার শেরেবাংলানগর থানার পূর্ব রাজাবাজারে।

নাজমুস সাকিব ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং আহমাদ হোসাইন এক‌টি মাদসার ছাত্র।
-------------------------------------------------------
আরও পড়ুন : বেলকুচি থেকে কোটা সংস্কার আন্দোলনের নেত্রী গ্রেপ্তার
-------------------------------------------------------

রাজধানীর শেরেবাংলা নগর ও কামরাঙ্গিরচর এলাকা থেকে তাদেরকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিআইডির বিশেষ সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান।

সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা চলতি বছরের ৪ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পর্যালোচনা করে দেখা যায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে কিছু দুষ্কৃতিকারী মিথ্যা তথ্য সম্বলিত বিভিন্ন উসকানিমূলক বক্তব্য অপপ্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশে অরাজক ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে। মিথ্যা, উসকানিমূলক প্রোপাগাণ্ডা ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্নকারী বক্তব্য, পোস্ট লেখা, ফটো, ভিডিও গুলোতে জেনে বা না জেনে বা তাতে উদ্বুদ্ধ, প্ররোচিত এবং উৎসাহ বোধকরে অজ্ঞাত অসংখ্য ফেসবুক ইউজার লাইক, শেয়ার, কমেন্ট করে উক্ত অপরাধমূলক কাজে সহায়তা করেছে।

তাদের বিরুদ্ধে পল্টন থানায় তথ্যপ্রযুক্তি আইনে আইসিটি ৫৭(২) ও ৬৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন :

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কসবায় ছুরিকাঘাতে কৃষক হত্যা, গ্রেপ্তার ২
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার 
X
Fresh