• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অর্থমন্ত্রীকে আবারও সংসদে দেখতে চান রওশন এরশাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ জুন ২০১৮, ২০:২৩

প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শেষ বাজেট। কারণ তিনি আর নির্বাচন করবেন না বলে নিজেই ঘোষণা দিয়েছেন। সে হিসেবে আগামী সংসদে তাকে আর দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে।

আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মতো জ্ঞানী-গুনী ব্যক্তি আমরা কোথায় পাবো। তাকে ছেড়ে দেয়া যাবে না।

অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, এমন গুণী-জ্ঞানী ব্যক্তি আমরা পাবো কোথায়? আপনি যাবেন কোথায়? আপনাকে তো আমরা ছাড়বো না।

--------------------------------------------------------
আরও পড়ুন: বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৮ হাজার ৩৫৩ মেগাওয়াট : সংসদে প্রধানমন্ত্রী
--------------------------------------------------------

রওশন এরশাদ বলেন, অর্থমন্ত্রী বলেছেন এইটাই তার শেষ বাজেট, কিন্তু আমরা তাকে ছাড়বো না। এতো জ্ঞানী-গুণী মানুষ আমরা কোথায় পাবো? তলাবিহীন ঝুড়ি বলা হতো যে দেশকে সেই দেশে এত বড় বাজেট দেওয়া কম কথা না। এই সংসদেই প্রথম সংসদ যেখানে আমরা একসাথে মিলেমিশে কাজ করেছি। আমাদের কোনো সমস্যা হয় নাই। আমরা একসঙ্গে বাজেট পাস করেছি।

প্রস্তাবিত বাজেটে নারীদের জন্য বরাদ্দ প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা বলেন, বাজেটে নারীদের জন্য আলাদা বরাদ্দ রাখা হয়েছে। তার মানে নারীরা পিছিয়ে আছে। একথা সত্য যে, নারীরা পিছিয়ে আছে তাতে কোনো ভুল নাই। কিন্তু বাজেটে বরাদ্দ দিলেই হবে না, তা বাস্তবায়নও করতে হবে।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
সংকট থেকে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ : অর্থমন্ত্রী
অর্থনৈতিক সংকট কেটে গেছে : অর্থমন্ত্রী
ড. ইউনূসের গোমর ফাঁস করেছিলেন বিএনপির অর্থমন্ত্রী সাইফুর রহমান
X
Fresh