• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শাহজালালে যাত্রীর মানিব্যাগ থেকে স্বর্ণ উদ্ধার

অনলাইন ডেস্ক
  ১৪ জুন ২০১৮, ১৯:২১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তিন যাত্রীকে তল্লাশি করে ৬৯৬ গ্রাম ওজনের ৬ টি স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। এ সোনার বাজার মূল্য ৩৪,৮০,০০০ (‌চৌত্রিশ লক্ষ আশি হাজার ) টাকা।

আজ সকালে এ সোনা উদ্ধার করা হয়।

আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম।

তিনি জানান, আজ সকাল ৯টায় সারজাহ, দুবাই থেকে G 9517 ফ্লাইট যোগে আগত ৩ জন যাত্রীর নিকট থেকে ৬ টি স্বর্ণবার আটক করা হয়েছে। আটককৃত স্বর্ণের ওজন ৬৯৬ গ্রাম ।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক জানান, যাত্রীরা বিশেষ কায়দায় শরীর, মানিব্যাগ ও প্যান্টের পকেটের মধ্যে এ সোনা লুকায়িত রেখেছিলেন। কোনও প্রকার ঘোযণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হবার সময়, তাদের তল্লাশি চালিয়ে এ সোনা উদ্ধার করা হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে G 9517 বিমান যোগে স্বর্ণ চোরাচালান হবে। তবে কোনও যাত্রীর নিকট পাওয়া যাবে তার সঠিক তথ্য না পাবার কারণে গ্রীন চ্যানেলে অবস্থান গ্রহণ করা হয়। যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রম করার পর তাদের দেহ, মানিব্যাগ এবং শরীর তল্লাশি করে স্বর্ণবারগুলো উদ্ধার ও আটক করা হয় ।

আটককৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
শাবি ছাত্রলীগের সভাপতি খলিল, সম্পাদক সজিব
শাহজালালে ৪০ স্বর্ণেরবারসহ আটক দুই
X
Fresh