• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

গুলিস্তানে অস্ত্র উঁচিয়ে গুলি: দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চার্জশিট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ এপ্রিল ২০১৮, ১০:৩৯

রাজধানীর গুলিস্তানে হকার উচ্ছেদের সময় ছাত্রলীগের দুই নেতার অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় তাদের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছেন পুলিশ।

রোববার সকালে ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে এ চার্জশিট দাখিল করেন শাহবাগ থানার এসআই আকরাম হোসেন।

২০১৬ সালের ২৭ অক্টোবর রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেট এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষ হয়। তখন সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে থাকা
--------------------------------------------------------
আরও পড়ুন : আজ সৌদি আরব ও যুক্তরাজ্য যাচ্ছেন প্রধানমন্ত্রী
--------------------------------------------------------
ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানের অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়ার ছবি গণমাধ্যমে আসে।

ঘটনাটি তখন আলোড়ন তোলার পর শাহবাগ থানার এসআই আব্দুল মান্নান বাদী হয়ে মামলা করেন। সাব্বির হোসেন, মো. আশিকুর রহমানসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয় মামলাটি। বর্তমানে তারা দুজনেই জামিনে আছেন।

আরও পড়ুন :

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিনাকী ভট্টাচার্যকে অভিযুক্ত করে সিটিটিসির চার্জশিট
গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সেবায় ববি ছাত্রলীগ 
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
X
Fresh