• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের দুই মন্ত্রীর সঙ্গে মিয়ানমার মন্ত্রীর বৈঠক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ এপ্রিল ২০১৮, ২০:১০

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন সফররত মিয়ানমারের সমাজকল্যাণ এবং ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী উইন মিয়াত আই।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হওয়া এই বৈঠকে আরও উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার উইন মিয়াত আই বাংলাদেশে এসে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে থাকে। এই দেশটির প্রথম মন্ত্রী হিসেবে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন তিনি।

--------------------------------------------------------
আরও পড়ুন : মামুনের মামলা ৪ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
--------------------------------------------------------

কক্সবাজারের কুতুপালংয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা পরিচালিত একটি কমিউনিটি সেন্টারে প্রায় ৫০ জন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন মিয়ানমারের মন্ত্রী। রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে অগ্রাধিকার দিচ্ছেন বলে তাদের আশ্বস্ত করেন তিনি।

নিজেদের দেশের প্রতি রোহিঙ্গাদের ভীতি ও আস্থাহীনতার কথা স্বীকার করে উইন মিয়াত আই অতীত ভুলে তাদের ‘নিজ ভূমিতে ফেরার’ প্রস্তুতি নিতে বলেন। রোহিঙ্গাদের জন্য নতুন করে গড়ে তোলা গ্রামে হাসপাতাল ও স্কুল করার প্রতিশ্রুতি দেন তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসনে দুই দেশের মধ্যে সই হওয়া চুক্তি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ।

আরও পড়ুন :

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ভারতের কাঁটাতারে ঝুলছে : গয়েশ্বর
তানজিদের পথ ধরেই ফিরলেন সৌম্য
স্মার্ট বাংলাদেশ গঠনে ছাত্রলীগকে পাশে থাকার আহ্বান গণপূর্তমন্ত্রীর
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫২ অভিবাসী আটক
X
Fresh