• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

রাষ্ট্রপতি পদ্মা সেতু দেখতে যাচ্ছেন সোমবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মার্চ ২০১৮, ১৯:৫২

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সরেজমিনে পদ্মা সেতুর কর্মযজ্ঞ দেখতে যাচ্ছেন আগামী সোমবার।

আজ শনিবার সন্ধ্যায় আরটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রেস সচিব মো. ইমরানুল হাসান।

এ পর্যন্ত পদ্মা সেতুর ৩টি স্প্যান বসানো হয়েছে। সবশেষ তৃতীয় স্প্যানটি (সুপার স্ট্রাকচার) বসানো হয় গত ১১ মার্চ সেতুর ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর। এর মধ্য দিয়ে সেতুটির ৪৫০ মিটার কাঠামো দৃশ্যমান হলো।

--------------------------------------------------------
আরও পড়ুন: পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ
------------------------------------------------------

এর আগে ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর পিলারে দুটি স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর ৩০০ মিটার কাঠামো দৃশ্যমান হয়। প্রথম স্প্যানটি গত বছর ৩০ সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি গত ২৮ জানুয়ারি বসানো হয়।

স্প্যান বসানোর পাশাপাশি অন্যান্য কাজও এগিয়ে চলেছে। ইতোমধ্যে নদীতে ১২২টি পাইল বসানো হয়ে গেছে। আরও ১১টি পাইলের বটম সেকশন সম্পন্ন হয়েছে। মাওয়া প্রান্তের ভায়াডাক্টের ১৭২টি পাইলের মধ্যে ৮৯টি পাইল বসানো হয়ে গেছে। অন্যান্য কাজও দ্রুত এগিয়ে চলেছে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুতে ৪২ পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এই সেতুর কাঠামো।

আরও পড়ুন:

কে/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় ত্রুটি, তীব্র যানজট
রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ
ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটের কমিউটার ট্রেনের উদ্বোধন
সংসদ অধিবেশন শুরু
X
Fresh