• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

উড়োজাহাজ বিধ্বস্তে আহত কবির লাইফ সাপোর্টে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মার্চ ২০১৮, ১২:৩৯

কাঠমাণ্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেন দুর্ঘটনায় আহত কবির হোসেনের শারীরিক অবস্থা সংকটাপন্ন।
তাকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রের(আইসিইউ) লাইফ সাপোর্টে।

গতকাল শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। ১৯ মার্চ তাঁকে নেপাল থেকে বাংলাদেশে আনা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: যান্ত্রিক ত্রুটির কারণে ১৫ মিনিটে জরুরি অবতরণ ইউএস বাংলার
--------------------------------------------------------

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, তার অবস্থা খুবই গুরুতর। তাই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কবির হোসেনের শরীরের বিভিন্ন স্থানে জখম থাকায় ইনফেকসন হচ্ছে। এগুলোর ছোটখাটো সার্জারি করা সম্ভব হলেও বড় ধরনের সার্জারি করা সম্ভব হচ্ছে না।

১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার ড্যাস ৮ কিউ ৪০০ উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৪ ক্রুসহ বিমানের ৭১ জনের সবাই হতাহত হয়েছেন। তাদের মধ্যে ২৬ বাংলাদেশি, ২২ নেপালি, ১ জন চীনাসহ ৪৯ জন নিহত হন। আর ১০ বাংলাদেশিসহ ২০ জন আহত হন।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, নেবে একাধিক
কক্সবাজারে জরুরি অবতরণ করল ইউএস-বাংলার ফ্লাইট
জেদ্দায় সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা
ইউএস-বাংলা গ্রুপে নিয়োগ, নেবে একাধিক লোকবল
X
Fresh