• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

‘উচ্চমাধ্যমিকে কত সেট প্রশ্ন হবে কেউ জানবে না’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মার্চ ২০১৮, ২২:১২

আগামী উচ্চ মাধ্যমিক(এইচএসসি) পরীক্ষায় কত সেট প্রশ্নপত্র হবে, তা কেউ জানবে না বলে জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) টিএসসি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি।

নুরুল ইসলাম নাহিদ বলেন, এই পরীক্ষার জন্য কত সেট প্রশ্ন ছাপানো হবে, কোন সেটে পরীক্ষা হবে, তা কেউ জানবে না।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে হেয় প্রতিপন্ন করতে প্রশ্নফাঁস করা হচ্ছে। কারণ শিক্ষা মন্ত্রণালয়কে যদি আঘাত করা যায়, তাহলে শেখ হাসিনার ভোটে আঘাত করা যাবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা
--------------------------------------------------------

প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের এই পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শুধু প্রযুক্তিগত জ্ঞান অর্জন করলেই হবে না, ভালো মানুষও হতে হবে।

অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আপনার সন্তান প্রশ্নঁফাসের মাধ্যমে পরীক্ষা দিয়ে পাশ করলে ভালো মানুষ হবে না। তাই এসব তাদের দূরে রাখুন।

ঢাবিতে অধ্যয়নরত সিলেট জেলার শিক্ষার্থীদের সংগঠন জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সাংসদ মো. শাহাব উদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সভাপতি সিএম তোফায়েল সামি, বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বনমালী ভৌমিক।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো রাশিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো সিদ্ধান্ত হয়নি
চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়াতে শিক্ষামন্ত্রীর চিঠি
X
Fresh