• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

নেপালে বাংলাদেশি বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১২ মার্চ ২০১৮, ১৫:১৪

নেপালে বাংলাদেশের ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে।কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির একটি সংবাদ মাধ্যম বিকেল তিনটার দিকে জানিয়েছে, ওই বিমানটিতে ৭৮ জন আরোহী ছিল।

তবে এ ঘটনায় আরোহীদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ ধারণা করছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুরেশ আচার্য জানান, সবশেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জন যাত্রী উদ্ধার করা হয়েছে। তাদেরকে জরুরিভাবে বেশ কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে।

ত্রিভুবন বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর জানান, রানওয়ে থেকে ছিটকে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। এটি বিমানবন্দরের কাছে ফুটবল মাঠে বিধ্বস্ত হয়।

বিমানটি আজ ঢাকা থেকে নেপালের উদ্দেশে ছেড়ে যায়। এটি দুপুর ২টা ২০ মিনিটে ত্রিভুবন বন্দরে পৌঁছে।

বন্দর কর্তৃপক্ষের কর্মী ও নেপালের সেনাবাহিনী উদ্ধারকাজে অংশ নিয়েছে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে জরুরি অবতরণ করল ইউএস-বাংলার ফ্লাইট
জেদ্দায় সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা
শিগগিরই শুরু হচ্ছে উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল
বিদেশি এয়ারলাইন্সগুলো বাংলাদেশে বিমান ভাড়া বাড়িয়েই চলেছে
X
Fresh