• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

ঢাকার মোড়ে মোড়ে পুলিশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৪২

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে ঘিরে রাজধানীকে ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। নগরীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে চলছে তল্লাশি।

বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার ভোর থেকেই প্রায় দুই তিনশত পুলিশ অবস্থান নিয়েছে। এছাড়া পল্টন, কাকরাইল ,ফকিরাপুল, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, গুলিস্তান, ফার্মগেটসহ বিভিন্ন এলাকার মোড়ে চলছে তল্লাশি।

পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রস্তুত রাখা হয়েছে এপিসি, প্রিজনভ্যান, জলকামান।

--------------------------------------------------------
আরও পড়ুন: খালেদার দুর্নীতি মামলার রায় আজ
--------------------------------------------------------

এদিকে সকাল ৮টা ২০ মিনিটে কদমফোয়ারা এলাকা পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এ সময় নগরীর নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ঢাকায় নিরাপত্তার কোনো ঘাটতি নেই, কারো কোনো ধরনের শঙ্কার কারণ নেই। নগরজুড়ে পুলিশ সদস্যরা পূর্ণ প্রস্তুত রয়েছেন।

নগরবাসীকে কোনো ধরনের গুজবে কান না দেয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আপনারা স্বাভাবিকভাবে আপনাদের দায়িত্বপালন করুন। যদি কেউ কোনো ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করে কঠোর হাতে দমন করা হবে। আমাদের পুলিশের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রায় ৫ কোটি টাকার আইসসহ ইজিবাইকচালক আটক
লেবাননে মসজিদসহ বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা 
খালেদা জিয়ার উপদেষ্টা হলেন বেবী নাজনীন
কোরবানির গরুবাহী গাড়িতে চাঁদাবাজি, ৫ পুলিশ সদস্য বরখাস্ত