• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

আমরা যা করছি আইনের আলোকে: ডিএমপি কমিশনার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২২

আমরা যা করছি, আইনের আলোকে করছি। সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্ব, সহ্যতার সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। নগর ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আমরা ৮ ফেব্রুয়ারি নিয়ে কঠোর নিরাপত্তাবলয় করছি। এটা নিয়ে বিতর্কের কিছু নেই।

বললেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া।

৮ ফেব্রুয়ারি সকাল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকায় অস্ত্র, বিস্ফোরকদ্রব্য বহন এবং যান চলাচলে বিঘ্ন ঘটায় এমন সকল সভা সমাবেশ নিষিদ্ধ করে ডিএমপি।

বুধবার এক বিজ্ঞপ্তি নিয়ে ডিএমপি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: পুনরায় রাষ্ট্রপতি হলেন আবদুল হামিদ
--------------------------------------------------------

ডিএমপি কমিশনার বলেন, অফিসারদেরকে পরিষ্কারভাবে নির্দেশনা দেয়া হয়েছে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য। সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে বলা হয়েছে।

তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার হাজার হাজার ম্যাসেজ আমাদের কাছে আছে যা আমাদের টিম আমাকে দেখাচ্ছে। যারা সোশ্যাল মিডিয়া মনিটরিং করে থাকে। ম্যাসেজগুলোতে দেখা যায়, তারা লিখছে লাঠি নিয়ে আসবে, মাইর খাবেন না, গ্রেপ্তার হবেন না, আগুন লাগাবেন। এমন নানান তথ্য তারা সোশ্যাল মিডিয়ার প্রকাশ করছে। আমি বলবো না যে তারা এটি করবে। তবে এ ধরনের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। সে আশঙ্কার কারণে আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে, যাতে জনগণের নিরাপত্তা বিঘ্নিত না হয়।

ডিএমপি কমিশনার বলেন, আমি আপনাদের মাধ্যমে রাজধানীবাসী ও দেশবাসীকে জানাতে চাই; জনগণের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

আরও পড়ুন:

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বাস পুনর্নির্মাণের জন্য আমি বাংলাদেশ সফর করছি: লু
প্রত্নসম্পদ আইনের খসড়া সংশোধনের নির্দেশ
মাঠে স্বামীকে খাবার দিতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্ত্রীর
উপাত্ত সুরক্ষা আইনের আওতায় নিরপেক্ষ কমিশন গঠনের দাবি
X
Fresh