• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

৩৫ বছরে মাত্র ৫ দিন ছুটি নিয়েছি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ অক্টোবর ২০১৬, ১৬:২৭

কোনো দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম এতোদিন দেশের বাইরে ছিলাম। আওয়ামী লীগের সভাপতি হিসেবে ৩৫ বছর ধরে দায়িত্ব পালন করছি। এ সময়ের মধ্যে মাত্র ৫ দিন ছুটি নিয়েছি। এমনটাই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র সফর নিয়ে রোববার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এবার যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের পর ওয়াশিংটনে ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় পাঁচদিন থাকেন শেখ হাসিনা। এই সময়টিকেই তিনি ব্যক্তিগত ছুটি উল্লেখ করলেন।

প্রধানমন্ত্রী বলেন, এসময় ৫১টি ফাইল স্বাক্ষর করেছি। তারপরও সময়টিকে ছুটি হিসেবে ধরতে চাই।

১৯৮১ সালে দেশে ফেরার পর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব নেন শেখ হাসিনা। এরপর ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত প্রথম দফায়, ২০০৯-২০১৪ পর্যন্ত দ্বিতীয় এবং ২০১৪ থেকে তৃতীয় দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন।

কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঈদুল আজহার পরদিন ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ১৭ দিনের সফর শেষে গেল শুক্রবার তিনি দেশে ফেরেন।

সফরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।একইসঙ্গে ভূষিত হন ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে’। অর্জন করেন ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়নের’ খেতাব।

এস/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটাই আমার লাস্ট বিসিএস!  
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
‘আমাকে মেরে ফেলেন ভাই’
মাছ কেটে জীবন চলে তাদের
X
Fresh