• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

আরটিভি নিউজ

  ২৫ মে ২০২৪, ২৩:৪৭
ফাইল ছবি

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এর প্রভাবে যাত্রীসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে ঢাকা নদীবন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শনিবার (২৫ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান।

এতে বলা হয়েছে, আসন্ন ঘূর্ণিঝড় ‌‘রেমালʼ এর প্রভাবে নৌপথ উত্তাল হওয়ায় যাত্রীসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে আজ ২৫ মে রাত ১০ ঘটিকায় ঢাকা নদীবন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালের রূপ নিয়েছে। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া কক্সবাজার ও চট্টগ্রামকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শনিবার (২৫ মে) সন্ধ্যা ছয়টায় ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চমক রেখে কোপা আমেরিকার দল ঘোষণা আর্জেন্টিনার
ছাত্রদলের ২৬০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা
১৬ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
দুই পৌরসভায় সাধারণ ছুটি ঘোষণা ইসির