• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

ধেয়ে আসছে রেমাল, এলএনজি সরবরাহ কমেছে ৭০ কোটি ঘনফুট

আরটিভি নিউজ

  ২৫ মে ২০২৪, ২৩:৪৫
ধেয়ে আসছে রেমাল, এলএনজি সরবরাহ কমেছে ৭০ কোটি ঘনফুট
ফাইল ছবি

অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে রেমাল। এর প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহ কমে গেছে ৭০ কোটি ঘনফুট। এতে শিল্প ও আবাসিকে চলমান গ্যাস সংকট ধারণ করেছে তীব্র আকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার (২৪ মে) রাতে পেট্রোবাংলার সঙ্গে জরুরি বৈঠক করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সোমবার (২৭ মে) পর্যন্ত এ সংকট অব্যাহত থাকতে পারে।

পেট্রোবাংলা সূত্রে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয়ে এগিয়ে আসছে বাংলাদেশের দিকে। দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় এটি তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হতে থাকলে দুর্ঘটনা রোধে মহেশখালীর গভীর সমুদ্রে থাকা দুই এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে সরবরাহ কমিয়ে দেওয়া হয়। পেট্রোবাংলা জানিয়েছে, শুক্রবার রাতেই এলএনজি সরবরাহ ১০৮ কোটি ঘনফুট থেকে ৩৮ কোটি ঘনফুটে নেমে এসেছে। সরবরাহ আরও কমতে পারে।

এদিকে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে গ্যাসের চাপ কমে গেছে। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় হ্রাস পেয়েছে বিদ্যুৎ উৎপাদনও। সূত্র বলছে, বিদ্যুৎ উৎপাদন কমে গেছে প্রায় ১ হাজার মেগাওয়াট। এ কারণে প্রচণ্ড গরমের মধ্যে দেশের বিভিন্ন স্থানে লোডশেডিংও বেড়েছে। সোমবার পর্যন্ত এলএনজি সরবরাহ পরিস্থিতি এমন থাকতে পারে।

এখন দিনে গ্যাসের চাহিদা ৪২০ কোটি ঘনফুট, যার মধ্যে পেট্রোবাংলা সরবরাহ করছে ৩১০ কোটি ঘনফুট। এর মধ্যে আবার আমদানি করা এলএনজি থেকে পাওয়া যায় ১০৮ কোটি ঘনফুট।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি তৈরি করে দেব: প্রধানমন্ত্রী
স্থগিত ১৯ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা
১৯ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
চলতি মাসে বন্যার শঙ্কা