• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

ব্যবসায়ীদের যে বিষয়ে সতর্ক করলেন এফবিসিসিআই

আরটিভি নিউজ

  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৩
ব্যবসায়ীদের যে বিষয়ে সতর্ক করলেন এফবিসিসিআই
ফাইল ছবি

অসৎ ব্যবসায়ীর পক্ষে এফবিসিসিআই কথা বলবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি মাহবুবুল আলম।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মতিঝিলে এফবিসিসিআই বোর্ডরুমে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মাহবুবুল আলম বলেন, আমরা চাই না রমজানে পুলিশ দিয়ে বাজার মনিটরিং করানো হোক। এটার জন্য বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনিটরিং করলেই হয়। তবে আপনারা এটা না করলে সরকারিভাবে হয়রানির শিকার হতে হবে। এটা আমরা চাই না।

তিনি বলেন, রমজানে সাপ্লাই চেইন ঠিক রাখতে হবে। সাপ্লাই চেইনে ঘাটতি হলে আর্টিফিসিয়াল ক্রাইসিস তৈরি হবে। ব্যবসায়ীরা লাভ-লস দুটাই করে। তবে লাভটা যেন ন্যায্য হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

এফবিসিসিআই সভাপতি বলেন, রমজান ইবাদতের মাস। আপনারা সারা বছরের মতো রমজানেও ব্যবসা করেন। তবে রমজান মাসে ‘ন্যায্য লাভ’ করেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে সতর্ক আছেন। তাই সবাইকে সাবধান হতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে মাহবুবুল আলম বলেন, পথে চাঁদাবাজির শিকার হলে আমাদের জানাবেন। আমরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে সরাসরি আলাপ করব।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বিএনপি নেতা মিন্টু
‘আ.লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয় বিএনপি’
ধ্বংস, মৃত্যু আর ক্ষুধার মধ্যেই গাজাবাসীর ঈদ
X
Fresh