• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

সরকার সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না : আইনমন্ত্রী

আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১১
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না : আইনমন্ত্রী
ছবি : সংগৃহীত

সরকার কোনোভাবেই সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের অনুপস্থিতিতে তার পক্ষে এই প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, সংবিধানে মৌলিক অধিকারের মধ্যে বাক স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রয়েছে। সরকারের লক্ষ্য গুজব বা ভুয়া তথ্য বন্ধ করা। তবে যেভাবেই হোক সংবাদপত্রের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে না।

তিনি বলেন, অনলাইন পোর্টাল নিবন্ধনের আওতায় আনতে হবে। সরকার সারাদেশে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে।

আইনমন্ত্রী বলেন, অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন একটি ধারাবাহিক প্রক্রিয়া। আরও অনলাইনকে পর্যায়ক্রমে নিবন্ধনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২১৩টি অনলাইন নিউজ পোর্টাল, ১৯৬টি দৈনিক সংবাদপত্র অনলাইন পোর্টাল এবং ১৭টি বেসরকারি টেলিভিশন চ্যানেল অনলাইন পোর্টালকে নিবন্ধনের আওতায় আনার অনুমতি দিয়েছে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার ব্যস্ত বড় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় : ভিপি নুর
‘দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায় সরকার’
‌‘জবাবদিহিমূলক সরকার থাকলে মনে হয় প্রকৃতিও সদয় হবে’
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
X
Fresh