• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কর নিয়ে নেতিবাচক মনোভাব দূর করতে হবে  

আরটিভি নিউজ

  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১০
জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, চেয়ারম্যান
ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, কর ভ্যাট কোনো বোঝা নয়এটি দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হওয়ার মাধ্যম কর ভ্যাট শব্দটি দীর্ঘদিন জনমনে যে নেতিবাচক মনোভাব তৈরি করেছে, তা দূর করতে হবে

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাজেট শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

এনবিআর চেয়ারম্যান অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, আমদানি নির্ভরতা, সিজন পরিবর্তন সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বাড়লেও করের বোঝাটাই সবার কাছে মাথা ব্যথার কারণ, সবাইকে এই মানসিকতা থেকে বের হতে হবে

আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, কর ভ্যাট শব্দটি দীর্ঘদিন জনমনে যে নেতিবাচক মনোভাব তৈরি করেছে, তা দূর করতে হবে জনগণের কর ভ্যাটের টাকায় দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে কর দেওয়ার অর্থ হলো দেশের উন্নয়নের অংশীদার হওয়া দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে কর প্রদানের ক্ষেত্রে সবার দায়িত্বশীলতা ইতিবাচক মানসিকতা ধারণ করতে হবে

তিনি বলেন, বিগত চার বছরে ২১ লাখ থেকে ৩৬ লাখে করদাতা এবং লাখ থেকে লাখে ভ্যাটদাতা উন্নীতকরণ করা হয়েছে ধীরে ধীরে কর নেট ভ্যাটের আওতা বাড়ানো হচ্ছে আয়কর ভ্যাট প্রদানে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে

আলোচনা সভায় আগামী বাজেটে সহজ ব্যবসাবান্ধব আয়কর ব্যবস্থা, আয়কর ভ্যাটের আওতা বৃদ্ধি, কর ব্যবস্থার সম্পূর্ণ অটোমেশন, স্থানীয় শিল্পায়ন উৎসাহিতকরণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতকরণের ওপর জোর দাবি জানানো হয়

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের সভাপতি মো. আকবর আলীঅনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি) মো. মাসুদ সাদিক জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) কে এম বদিউল আলম

এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন, নীলফামারী চেম্বারের সভাপতি এস এম শফিকুল আলম ডাবলু,লালমনিরহাট চেম্বারের সিনিয়র সহসভাপতি মোড়ল হুমায়ূন কবীর, কুড়িগ্রাম চেম্বারের পরিচালক মাহমুদ নবী মুন্না, রংপুর উইমেন চেম্বারের সভাপতি আনোয়ারা ফেরদৌসি পলি, রংপুর চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম, গাইবান্ধা চেম্বারের সহসভাপতি আব্দুর রশীদ, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু রংপুর জেলা বিড়ি মালিক সমিতির কৃষিবিদ মোস্তফা কামাল, ব্যবসায়ী রশিদুস সুলতান বাবলু প্রমুখ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম কালবৈশাখীর রেকর্ড
চোয়াল প্রতিস্থাপনে সফল দেশের চিকিৎসকরা
ত্রাণ মন্ত্রণালয়ে চাকরি, আবেদন অনলাইনে
শাবনূরকে নিয়ে যে মন্তব্য করলেন পূজা
X
Fresh