• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু বিমানবন্দরে বিনিয়োগ করতে আগ্রহী জার্মানির এভি এলায়েন্স

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ নভেম্বর ২০১৭, ১৯:১১

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছে জার্মানির এভিয়েশন প্রতিষ্ঠান এভি এলায়েন্স।

প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরটি করার জন্য প্রাথমিকভাবে মাদারীপুরের শিবচরের চর নাজাতে, মুন্সিগঞ্জের সিরাজদিখানে ও ঢাকার দোহারের চর বিলাশপুরকে নির্বাচিত করা হয়েছে।

সোমবার বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় এভি এলায়েন্স এর পক্ষ থেকে এ আগ্রহের কথা জানানো হয়।

আন্তর্জাতিক খ্যতি সম্পন্ন এ প্রতিষ্ঠানের জেদ্দা, এথেন্স, হামবুর্গ, সিডনি, তিরানা ও বুদাপেস্টসহ আরও কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের অভিজ্ঞতা রয়েছে।

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে বিমানবন্দরের অর্থায়ন, ডিজাইন, নির্মাণ, পরিচালন ও মেইনটেইন্সে চারশ’কোটি ডলার বিনিয়োগ করতে আগ্রহী প্রতিষ্ঠানটি। বিওটি ভিত্তিতে প্রথমে ২৫ ও পরে ২০ বছরের জন্য চুক্তি হবে।

সভায় বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, প্রাচ্য ও পাশ্চাত্যের এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে সরকার এ বিমানবন্দর নির্মাণ করতে যাচ্ছে। এ বন্দর ১০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি, দেশের বাণিজ্য বিনিয়োগ ও পর্যটন খাতে বিশাল অবদান রাখবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধুর সমাধিতে রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পর্ষদের শ্রদ্ধা
বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন: খাদ্যমন্ত্রী
বঙ্গবন্ধুর জীবন ও দর্শন সম্পর্কে প্রবাসীদের জানানোর আহবান 
বিশ্বের বৃহত্তম বিমানবন্দরে বছরে চলাচল করতে পারবে ২৬ কোটি যাত্রী
X
Fresh