• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

এক বছরে কিশোর গ্যাংয়ের ৬০০ জন গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০১
কিশোর গ্যাং
প্রতীকী ছবি

চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ নানান অপরাধে জড়িত থাকার অভিযোগে একবছরে বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের ৬০০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মোহাম্মদপুরে র‍্যাব-২-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আনোয়ার হোসেন খান এ তথ্য জানান।

তিনি জানান, গত একবছরে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগ এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ৬০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ নানান অপরাধে জড়িত ছিল।

এর আগে, সবশেষ গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের ৩৯ জনকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তারদের মধ্যে ‘পাটালি’ গ্রুপের ৫ জন, ‘লেভেল হাই’ গ্রুপের ৬ জন, ‘লও ঠেলা’ গ্রুপের ৫ জন রয়েছেন। এ ছাড়া তাদের প্রত্যেকটি গ্রুপে ১৮ থেকে ২০ জন সদস্য থাকে বলেও নিশ্চিত করেছেন আনোয়ার হোসেন খান।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোটি টাকার মাদকসহ সংগীত শিল্পী গ্রেপ্তার 
বান্দরবানের লামায় রাইফেলসহ যুবক গ্রেপ্তার
কসবায় ছুরিকাঘাতে কৃষক হত্যা, গ্রেপ্তার ২
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
X
Fresh