• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

জিএম কাদেরকে বহিষ্কারের ঘোষণায় যা জানাল ইসি 

আরটিভি নিউজ

  ২৮ জানুয়ারি ২০২৪, ২৩:০৪
ফাইল ছবি

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে দল থেকে বহিষ্কারের ঘোষণা আমলে নেওয়ার সুযোগ নেই।

রোববার (২৮ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

ইসির অতিরিক্ত সচিব বলেন, বর্তমানে নির্বাচন কমিশনে যে কমিটি আছে। সেখানে যাকে চেয়ারম্যান ও মহাসচিব পদে রাখা হয়েছে তাকেই আমলে নেবে কমিশন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি ভেঙে গিয়ে কাউন্সিলের পর নতুন কমিটির কোনো চিঠি এলে তা আমলে নেবে ইসি। এক্ষেত্রে দুই পক্ষ থেকে দুটি কমিটি হলে তখন বিষয়টি পর্যালোচনার মাধ্যমে আইনগত দিকগুলো খতিয়ে দেখা হবে।

‘এমন দ্বন্দ্বে জড়িয়ে ইসির নিবন্ধন হারানোর পথে রয়েছে গণতন্ত্রী পার্টি, জাপারও সে অবস্থা হতে পারে কি না? -এমন প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, পরিস্থিতি একই হলে তখন আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, এদিন দুপুরে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। একই সঙ্গে নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেছেন তিনি।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, ব্যাপক সচেতনতা কার্যক্রম 
‘জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে, তা পরিষ্কার করতে হবে’
নির্বাচন কমিশনের প্রতি ভোটারদের আস্থা রাখার আহ্বান ইসি রাশেদার
পার্টিতে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে : রওশন এরশাদ
X
Fresh